মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ০৪ মে -২০২০,মঙ্গলবার।
মানবতাবিরোধী আইনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দেলাওয়ার হোসেন সাঈদীর মুক্তি চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় গ্রেপ্তার করা হয়েছে মানিকগঞ্জের এক শিক্ষককে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
ঘিওর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আশরাফুল আলম বলেন, গ্রেপ্তারকৃত শিক্ষক ঘিওর উপজেলার তেরশ্রী কে. এন ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সোলায়মান ইসলাম (৪০) হোসেন। তার বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা গ্রামে। শনিবার (২ মে) রাতে তিনি তার ফেসবুকে সাজাপ্রাপ্ত দেলাওয়ার হোসেন সাঈদীর মুক্তি চেয়ে স্ট্যাটাস দেন। রোববার রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। ওই শিক্ষকের বিরুদ্ধে ডিজিটাল নিরপত্তা আইনে মামলা হয়েছে । তাকে সোমবার আদালতে পাঠানো হয়।