নিজস্ব প্রতিবেদক::৩১ অক্টোবর-২০২২,সোমবার।
মানিকগঞ্জের সিংগাইরে রাব্বি (১৭) নামে এক স্কুল শিক্ষার্থীকে মারপিটের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করার দায়ে কিশোর গ্যাং দলের চার সদস্যকে গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ।
সিংগাইর থানা ও ঢাকা জেলার সাভার থানা এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো-সিংগাইর উপজেলার গান্ধারদিয়া এলাকার আক্তার হোসেনের ছেলে নুরুজ্জামান মাহমুদ (১৬), একই এলাকার শাহজাহানের ছেলে রবিউল হাসান (১৭), আমজাদ হোসেনের ছেলে তামিম (১৫) এবং ফরিদের ছেলে ফারদিন (১৬)।
সোমবার বিকাল চারটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার ।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার ধল্লা গান্ধারদিয়া এলাকার বাবুল হোসেনের ছেলে রাব্বি। সে ধল্লা ইউনিয়ন কাউন্সিলর উচ্চ বিদ্যালয় এর ১০ম শ্রেণীর শিক্ষার্থী। গত ১৩ অক্টোবর বেলা ১১টার দিকে ওই শিক্ষার্থী প্রাইভেট পড়ে বাড়ী ফেরার পথে কিশোর গ্যাং দলের সদস্য নুরুজ্জামান মাহমুদ, রবিউল হাসান, তামিম ও ফারদিনসহ আরো কয়েকজন মিলে ধল্লা বাজারের আলী সুপার মার্কেটের গলিতে নিয়ে রাব্বিকে মারপিট করাসহ মারপিটের দৃশ্য মোবাইল ফোন ধারণ করে উক্ত ভিডিও দিয়ে টিকটিক তৈরী করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও টিকটকে আপলোড করে। পরে ভিডিওটি ভাইরাল হয়।
উল্লেখিত শিক্ষার্থীকে মারপিটের ভিডিওটি টিকটক ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ায় পর বিষয়টি মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, পিপিএম-বার এর দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে পুলিশ সুপারের দিক-নির্দেশনায় জড়িতদের গ্রেফতার করে সিংগাইর থানা পুলিশ। এঘটনায় জড়িত কিশোর গ্যাং এর অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।