মো. ইউসুফ আলী, স্টাফ করেসপন্ডেন্ট:১২ মে-২০২০,মঙ্গলবার।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বিশিষ্ট সমাজসেবক মো. জসীম উদ্দিনের আর্থিক সহায়তায় করোনায় আটকা পড়া কর্মহীন গরীব ও দুস্থ্য ৫ শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ভাদিয়াখোলা স্কুল মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ত্রাণের আয়োজক সমাজসেবক মো. জসীম উদ্দিন, বাল্লা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সেলিম উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. মোশারফ হোসেন, বাল্লা ইউনিয়ন আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. মোকলেছ উদ্দিন, ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনির হোসেন, ব্যাংকার মো. ফারুক হোসেন, ব্যবসায়ী মো. সোরহাব মিয়া, ছাত্রলীগ নেতা রিফাত খানসহ আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় প্রত্যেককে চাল, ডাল, আলু, লবণ, তেল, আটা ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।