নিজস্ব প্রতিবেদক:০১ নভেম্বর-২০২২,মঙ্গলবার।
মানিকগঞ্জের সদর উপজেলা বেতিলা মিতরা ইউনিয়নের নালরা এলাকায় অভিযান ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (১ নভেম্বর ) সকাল সাড়ে ১১ টার দিকে মানিকগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রাসেল আলী তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মাদক কারবারি হচ্ছে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের নালরা গ্রামের রহিজ উদ্দিনের ছেলে সুলতান ওরফে সুজন (২৪) এসময় ঘটনাস্থল থেকে ১ হাজার দুইশত পিচ ইয়াবা জব্দ করা হয়েছে । বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আনোয়ার হোসেনে জানান, গ্রেপ্তারকৃত সুলতান ওরফে সুজন একজন কুখ্যাত মাদক কারবারি। তিনি দীর্ঘদিন যাবত মানিকগঞ্জ জেলা বিভিন্ন এলাকায় অবৈধভাবে অ্যামফিটনমিনযুক্ত ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে তার নিজ বাড়ি থেকে ১ হাজার দুইশত পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।