জাহিদুল হক চন্দন,মানিকগঞ্জ থেকে:১৭ মার্চ২০২০,মঙ্গলবার।
মানিকগঞ্জে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের পাশে লাজ ফার্মা নামের এক দোকানে আগুন লাগে। মঙ্গলবার রাত ১০ টার দিকে আতশবাজি ফোটানোর সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আওয়ামী লীগ কার্যালয়ে আতশবাজি ফোটানোর সময় লাজ ফার্মা দোকানে আগুন লাগে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খন্দকার জান্নাতুল নাঈম বিষয়টি নিশ্চিত করেছেন।