মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ১২ মার্চ-২০২০,বৃহস্পতিবার।
মানিকগঞ্জে উত্তম শিক্ষক শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম মানিকগঞ্জের উদ্যোগে এর আয়োজন করা হয়।
হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বীরমুক্তিযোদ্ধা রেখা রানি গুনের সভাপতিত্বে উত্তম শিক্ষক শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনিরুজ্জামান। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার জেলার চেয়ারম্যান লক্ষ্মী চ্যার্টাজি, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব সাহা, সহকারী অধ্যাপক নিতাই কুমার ঘোষ, মানিকগঞ্জ প্রেসকাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম মানিকগঞ্জের সহকারী পরিচালক সনজিৎ কুমার সাহা।
আলোচনা সভায় বক্তারা শিশুদের নৈতিক শিক্ষার পাশাপাশি, সম্প্রতি ইস্যু করোনাভাইরাস সম্পর্কে সচেতন করেন।
আলোচনা সভা শেষে ২০১৯ শিক্ষা বর্ষে ৭১টি মন্দির ভিত্তিক বিদ্যালয়ের মধ্যে ১০ জন শিক্ষক ও ১০ শিক্ষার্থীকে উত্তম পুরস্কার দেওয়া হয়। এছাড়া ৯টি ইভেন্টে শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।