
মানিকগঞ্জ প্রতিনিধি: ২৯ অক্টোবর-২০২২,শনিবার।
কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র ‘শান্তি শৃঙ্খলা সর্বত্র ’-এই প্রতিপাদ্য নিয়ে মানিকগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৯ অক্টোবর) সকাল ১০ টায় জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীন করে শহীদ স্মৃতি স্তম্ভ প্রাঙ্গনে আলোচনা সভা করে।
পুলিশ সুপার গোলাম আজাদ খানের সভাপতিত্বে র্যাব-৪ মানিকগঞ্জ সিপিসি ৩-এর কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট মো: আরিফ হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর মেয়র রমজান আলী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি মো: হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী বক্তব্য রাখেন।
এসময় দৌলতপুর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজা,মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী বিপ্লব, পৌর কমিউনিটি পুলিশের কার্যকরী সভাপতি কামরুদ্দিন আহমেদ জাকির, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।