নিজস্ব প্রতিবেদক: ১৭ ফেব্রুয়ারি,রবিবার।
মানিকগঞ্জে কর্ণেল মালেক স্মৃতি ব্যাটমিন্টন টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্টিত ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার রাতে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় টুনামেন্টের খেলায় ৮০টি টীম অংশ নেয়। ফাইনাল খেলায় ৪৫ উর্দ্ধ টীমে দাশড়া পল্লীমঙ্গল সমিতি ২-১ সেটে সিটি কাবকে পরাজিত। এছাড়া ২-০ সেটে সিটি কাব আমেনা বিল্ডার্সকে পরাজিত করেন।
ফাইনাল খেলায় পুরুস্কার বিতরনের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা।
পরে স্থানীয় সংসদ সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ডিএফএ অফিসার কাব ব্যাডমিন্টন টুনামের্ন্টের উদ্বোধন করেন।##
কালের কাগজ/প্রতিবেদক/জা.উ.ভি