মানিকগঞ্জ প্রতিনিধি:২২জুলাই ২০১৯,সোমবার।
মানিকগঞ্জ সদরের কালিগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় এক কৃষক নিখোঁজ রয়েছেন। সোমবার দুপুরে উপজেলার পুটাইল খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ তোতা মিয়া উপজেলার লেমুবাড়ী গ্রামের মো. বছির উদ্দীনের ছেলে।
স্থানীয় ইউপি মেম্বার আব্দুল বারেক বাচ্চু জানান, তোতা মিয়া সকাল ৮টায় চার শ্রমিক নিয়ে লেমুবাড়ী চরে ভুট্টা কাটতে যান। দুপুরে ভুট্টা কেটে পুটাইল গ্রামের আরিফ হোসেনের নৌকায় কালিগঙ্গা নদী পথে পুটাইল খেয়াঘাটে ফিরছিলেন। ফেরার সময় বীর মুক্তিযোদ্ধা কেরু মেম্বারের বাড়ির পাশে নৌকাটি হঠাৎ ডুবে যায়। এ সময় তার সঙ্গে থাকা চার শ্রমিক সাঁতার কেটে নদীর পাড়ে উঠলেও তোতা মিয়া ডুবে যান। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে তোতা মিয়ার সন্ধান পাননি।
মানিকগঞ্জ সদর থানার ওসি রকিবুজ্জামান জানান, দফাদারের মাধ্যমে কৃষক নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডুবড়িরা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি