নিজস্ব প্রতিবেদক: ২২ জানুয়ারী,মঙ্গলবার।
মানিকগঞ্জের সিংগাইর ও হরিরামপুর উপজেলার পৃথক চারটি ইট ভাটার ছাড়পত্র ও পরিবেশের অনুমোদন না থাকায় চারটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক মোঃ সাঈদ আনোয়ার জানান,
মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত মানিকগঞ্জের সিংগাইর ও হরিরামপুর উপজেলায় চলে অবৈধ ইট ভাটা উচ্ছেদ অভিযান । প্রথমে তারা সিংগাইরের এএমবি ব্রিকস এবং এমএবি স্টার নামক দুটি ইটভাটা উচ্ছেদ করা হয়। পরে হরিরামপুর উপজেলার পিপুলিয়া গ্রামে ছাড়পত্র বিহীণ আমিন ব্রিকস এবং স্বাধীন ব্রিকস নামের আরো দুটি ইটভাটা উচ্ছেদ করেন। পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক মোঃ সাঈদ আনোয়ার ও মানিকগঞ্জ ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট মোঃ দেদারুল আলমের নেতৃত্বে চল ইট ভাটা উচ্ছেদ অভিযান। এদের সহায়তা করেন সিংগাইর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ,সিংগাইর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম।
পরিবেশ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক মোঃ স্ঈাদ আনোয়ার বলেন, অবৈধ ইট ভাটার মালিক যতই প্রভাবশালী হোক না কেন এদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
কালের কাগজ/প্রতিবেদক/জা.উ.ভি