মানিকগঞ্জ প্রতিনিধি:৩০ জুলাই,মঙ্গলবার।
মানিকগঞ্জ সদর উপজেলায় কর্মরত সকল গ্রাম পুলিশদের মাঝে নতুন ইউনিফর্ম, ব্যাজ, বেল্ট, জুতা, লাঠি, টর্চলাইট, সাইড ব্যাগ, বাঁশি, ক্যাপ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক এস এম ফেরদৌস তাদের হাতে এসব সামগ্রী তুলে দেন। এসময় স্থানীয় সরকার শাখার উপপরিচালক ফৌজিয়া খান উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জানিয়েছেন, সদর উপজেলার ন্যায় অন্য ছয়টি উপজেলাতেও সকল গ্রাম পুলিশদের মাঝে উল্লিখিত উপকরণ বিতরণ করা হবে।
জেলার ৭টি উপজেলায় বর্তমানে ৫২৬ জন পুরুষ এবং ৫৭জন মহিলা গ্রাম পুলিশ কর্মরত আছেন।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি