নিজস্ব প্রতিবেদক:২৬ সেপ্টেম্বর-২০২২,সোমবার।
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর অভিযানে ২০০ (দুইশত)পিস ইয়াবা ট্যাবলেট, ১০(দশ) গ্রাম হেরোইন ও মাদক বিক্রয়ের নগদ=৩,০০০/-টাকা, সর্বমোট=১,৬৩,০০০/-(এক লক্ষ তেষট্টি হাজার) টাকা উদ্ধারসহ ০৫জন মাদক কারবারী গ্রেফতার করেছে।
মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক(নিঃ)/জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন এর তত্ত্বাবধানে ডিবি, মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল এসআই হাকিম মোল্লা এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করিয়া মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর থানাধীন জয়রা সাকিনস্থ জনৈক মৃত গোলাপ খান এর বসত বাড়ীর ০১নং কক্ষের ভিতর হইতে আসামী ১। মোঃ ইন্নাহ শেখ (৩৩), পিতা-মোঃ ইদ্রিস শেখ, সাং-জমদুয়ারা, থানা-শিবালয়, ২। পরান খান (৩৬), পিতা-মৃত আকমত খান, সাং-বৈখন্ডপুর, থানা-ঘিওর, জেলা-মানিকগঞ্জদ্বয়কে ইং ২৫/০৯/২০২২ তারিখ ১৭.১০ ঘটিকায় ২০০(দুইশত) ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ=৩,০০০/-টাকাসহ আটক করেন। পরবর্তীতে ধৃত ১নং ও ২নং আসামীদ্বয়ের তথ্যের ভিত্তিতে মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর থানাধীন পশ্চিম দাশড়া সাকিনস্থ বিজয় মেলা মাঠ সংলগ্ন গার্লস স্কুল রোড কান্তামনি ফাস্ট ফুড এর দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযাস পরিচালনা করিয়া ইং ২৫/০৯/২০২২ তারিখ ১৭.৪০ ঘটিকায় বর্নিত ৩নং আসামী মোঃ জয় (২৫), পিতা-আঃ মালেক, সাং-আঙ্গারিয়া(৬নং ওয়ার্ড), থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জকে আটক করেন।
একই তারিখে অপর একটি অভিযানিক দল এসআই/আসাদ মিয়া এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করিয়া মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন বাইমাইল (কালিনগর) সাকিনস্থ ৩নং পলাতক আসামী আরজু মিয়া এর বসত বাড়ির উঠান হইতে আসামী ১। মোঃ মিজানুর রহমানমিজান মীর (৪৩), পিতা-মৃত সাহেব আলী মীর, সাং-আজিমপুর, ২। মোঃ দেলোয়ার হোসেন (২৮), পিতা-মৃত আঃ আলিম, সাং-গোবিন্দল, এ/পি সাং-আজিমপুর (কমলার বাড়ির ভাড়াটিয়া), উভয় থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জদ্বয়কে ইং ২৫/০৯/২০২২ তারিখ ২০.১০ ঘটিকায় ১০(দশ) গ্রাম হেরোইনসহ সহ আটক করেন।
এবিষয়ে জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।এ সংক্রান্তে মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানায় পৃথক ০২টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।