Logo
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

মানিকগঞ্জে ঝড়ে গাছ চাপায় কিশোরীর মৃত্যু

রিপোর্টার / ১৭ বার
আপডেট বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

 

মো. সালমানখান, দৌলতপুর (মানিকগঞ্জ) সংবাদদাতাঃ ২৩ এপ্রিল

মানিকগঞ্জের দৌলতপুরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় শারমিন আক্তার (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। ঝড়ে ওই কিশোরির বাবা আবু হানিফ ও কাইয়ুম নামের এক প্রতিবেশী আহত হয়েছেন। বৃস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে।
নিহত শারমিন উপজেলার কলিয়া ইউনিয়নের বেকুউয়াইল গ্রামের আবু হানিফের মেয়ে। সে জগতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল।
কলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য মোঃ আইনুদ্দিন জানান, ঝড়ের সময় ওই কিশোরী বাড়ির বাইরে ছিল। এসময় একটি নারিকেল গাছের চাপায় তার মৃত্যু হয়। এতে আহত হয় নিহত শিশুর পিতা আবু হানিফ ও প্রতিবেশী কাইয়ুম নামে একজন।
তিনি আরো জানান, ঝড়ে কলিয়া ইউনিয়নসহ আশেপাশের এলাকার বেশ কিছু বাড়িঘর ও ফসলের ক্ষতি হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com