মানিকগঞ্জ প্রতিনিধি:১৬ এপ্রিল-২০১৯,মঙ্গলবার।
মানিকগঞ্জে জন সচেতনতার লক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও লিফলেট বিতরণের মধ্য দিয়ে পালিত হয়েছে ট্রাফিক পক্ষ।মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের আয়োজনে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড ট্রাফিক বক্স এর সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহীদ স্মরণী সড়ক প্রদক্ষিন করে ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চালক ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মহীউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হাফিজুর রহমান, মানিকগঞ্জ প্রেসকাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো: আশরাফুল ইসলাম, ট্রাফিক পুলিশের পরিদর্শক আতাউর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি