Logo
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

মানিকগঞ্জে দুই প্রবাসীর অর্থদণ্ড

রিপোর্টার / ২২ বার
আপডেট বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০

মানিকগঞ্জ প্রতিনিধি;১৯ মার্চ-২০২০,বৃহস্পতিবার।

‘হোম কোয়ারেন্টাইনে’ থাকার সরকারি নির্দেশ না মানায় মানিকগঞ্জ পৌর এলাকায় দুইজনকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ দক্ষিণ আফ্রিকা থেকে পৌর এলাকার মত্ত গ্রামে বাড়িতে ফেরেন শাহীন মিয়া (৩৮)। সরকারি নির্দেশনা অমান্য করে তিনি ‘হোম কোয়ারেন্টাইনে’র উপেক্ষা করে বাড়ির বাইরে ঘোরাফেরা করেন। খবর পেয়ে বেলা তিনটার দিকে তিনি অভিযান চালান। এ সময় বিদেশফেরত ওই ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন।
এ দিকে মানিকগঞ্জ পৌর এলাকার বড় শুরুন্ডি গ্রামে বাড়িতে ১৪ মার্চ লেবানন থেকে এসেছেন আসমা আক্তার (৩৪)। তিনিও ‘হোম কোয়ারেন্টিন’ অমান্য করে বাইরে ঘোরাঘুরি করেন। বেলা সাড়ে তিনটার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে বিদেশফের ওই নারীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
ইউএনও ইকবাল হোসেন বলেন, ‘হোম কোয়ারেন্টাইনে’ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে বিদেশফেরত ব্যক্তিদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ‘হোম কোয়ারেন্টাইনে’ নিশ্চিত করতে তিনি সকলকে দায়িত্ব পালনের অনুরোধ জানান।

আব্দুল মোমিন


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com