নিজস্ব প্রতিবেদক:২৭ ফেব্রুয়ারী,বুধবার।
মাদক বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জে দুই যুবককে ছয় মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আলাউল ইসলাম ওই কারাদন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত যুবকেরা হলেন, মানিকগঞ্জ পৌরসভার দাশড়া এলাকার মৃত এমদাদুল হকের ছেলে মো.স্বপন (২৬) ও একই এলাকার মুনছের আলীর ছেলে মো. জসিম (২৬)।
জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, মানিকগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ভাসমানভাবে অভিযান পরিচালনা করা হয়। এসময় হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রয়ের সাথে থাকায় বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দাশড়া এলাকার থেকে স্বপন ও জসিমকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যানুযায়ি
আটককৃতদের নিজ বাড়ি থেকে থেকে আট গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আলাউল ইসলাম আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাস করে কারাদন্ড প্রদান করেন।####
কালের কাগজ/প্রতিবেদক/জা.উ.ভি