মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ১৯এপ্রিল-২০১৯,শুক্রবার।
ধর্ষণকারীকে গ্রেফতার ও শাস্তির দাবীতে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মানববন্ধন পালন করেছে এলাকাবাসী। শুক্রবার দুপুরে ঘিওর উপজেলার হেলাচিয়া মাজেদা চৌধুরী উচ্চবিদ্যায়ের মাঠে ঘন্টাব্যাপী এই মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে নির্যাতিতার পরিবারের সদস্যসহ ওই এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহন করেন।
এসময় বক্তারা , ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ঘিওর উপজেলার ফার্নিচার ব্যবসায়ী মোহাম্মদ আলী উজ্জলসহ মামলার আসামীর গ্রেফতার করে তার শাস্তি দাবি করেন।
উল্লেখ্য যে, মোহাম্মদ আলী উজ্জল এক গৃহবধুকে চার বছর ধরে বিভিন্ন সময় ধর্ষন করে আসছে ও ধর্ষনের ভিডিও মোবাইলে ধারন করে । ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ধর্ষনের পাশাপশি গৃহবধুর কাছ থেকে ৮ লাখ ২৫ হাজার টাকা হাতিয়ে নেন। গত মঙ্গলবার নির্যাতিতার স্কুল পড়–য়া মেয়ের সাথে শারীরিক সম্পর্কের কথা বলেন উজ্জল। মেয়ের ইজ্জ্বত বাচাতে ওই দিন রাতে মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন নির্যাতিতা ওই নারী। এর পর থেকে মামলার আসামীরা পলাতক রয়েছে।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি