আব্দুল মোমিন করেসপন্ডেন্ট:০৫ফেরুয়ারী-২০২০,বুধবার।
বইপাঠ প্রতিযোগিতা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে মানিকগঞ্জে গতকাল বুধবার জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত হয়েছে।
গতকাল সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে জেলা প্রশাসক এস এম ফেরসৌদসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
শোভাযাত্রাটি জেলা শহরের শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তন কক্ষে দিবসের আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগার।
আলোচনা সভায় জেলা প্রশাসক এস এম ফেরদৌস সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সৈয়দা মাসুদা বানু, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার রহমান, জেলা সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা সেলিনা সায়েদা সুলতানা আক্তার, জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী গ্রন্থাগার মাসুমা নাজনীন ও ব্র্যাকের জেলা প্রতিনিধি আবু জাফর প্রমুখ। সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষ্যে গত মঙ্গলবার জেলা শহরের বেউথা এলাকায় সরকারি গণগন্থাগারে দুটি ভাগে বিভক্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে বইপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কারাগারের রোজনামচা বইপড়া নিয়ে কুইজ প্রতিযোগিতা হয়। গতকাল আলোচনা সভায় বইপাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক।