নিজস্ব প্রতিবেদক:, ১০ মার্চ-২০১৯,রবিবার।
‘‘দূর্যোগ মোকাবেলায় প্রস্তুতি হ্রাস করবে সম্পদ ও জীবনের ঝুঁকি’’ এই শ্লোগানের মধ্য দিয়ে মানিকগঞ্জে পালিত হয়েছে দূর্যোগ প্রস্তুতি দিবস। র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দূর্যোগ মোকাবিলায় ফায়ার ফাইটারদের মহরার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের শহীদ রফিক চত্তর হয়ে মডেল হাই স্কুলে এসে শেষ হয়। সেখানে দূর্যোগ মোকাবিলায় করনীয় সম্পর্কে শিক্ষার্থী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং দূর্যোগ প্রস্তুতি নিয়ে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়।
পরে মডেল হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হয় দূর্যোগ মোকাবিলায় ফায়ার ফাইটারদের বিভিন্ন ধরনের মহরা।
জেলা প্রশাসনের আয়োজনে র্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস.এম ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাবুল মিয়া, মানিকগঞ্জ প্রেস কাবের সভাপতি গোলাম সারোয়ার ছানু, মানিকগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমানসহ বিভিন্ন এনজিও কর্মী ও স্কুল শিক্ষার্থীরা।
কালের কাগজ/প্রতিবেদক/জা.উ.ভি