Logo
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

মানিকগঞ্জে পুর্ব শত্রুতার জেরে মুক্তিযোদ্ধা পরিবারের বাড়িতে আগুন

রিপোর্টার / ২৩ বার
আপডেট বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০

মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ১৫ জানুয়ারি-২০২০,বুধবার।
মানিকগঞ্জে এক মুক্তিযোদ্ধা পরিবারের বাড়িতে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। পুর্ব শত্রুতার জেরে আগুন দেয়া হয়েছে বলে ওই পরিবারের ছেলে সাখাওযাত হোসেন থানায় অভিযোগ করেছেন।
সাখাওয়াত হোসেন জানান গত মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার বরুন্ডি গ্রামে তাদের বাড়িতে অগুন ধরিয়ে দেয়া হয়। স্থানীয় লোকজন অগুন নেভালেও ততক্ষনে পুড়ে যায় একটি বড় ঘর। তিনি আরও জানান তার ভাই মাদল বিশ্বাস স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ছিলেন। আগামী নির্বাচনেও তিনি প্রার্থী হবেন। মাদল বিশ্বাসের প্রতিপক্ষের লোকজনই এই আগুন ধরিয়ে দেয়ার সাথে জড়িত বলে তিনি দাবি করেন।
প্রসঙ্গত সাখাওয়াত হোসেনের বাবা আব্দুল খালেক বিশ্বাস ও বড় ভাই বাদল বিশ্বাস মুক্তিযোদ্ধা ছিলেন। দুজনেই বেশ কিছুদিন আগে মারা গেছেন।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com