মানিকগঞ্জ প্রতিনিধি:১০ মার্চ-২০২০,শনিবার।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মানিকগঞ্জ পৌরসভার উদ্যোগে আলোচনা সভা ও র্যালি হয়েছে। নারী দিবসের আলোচনা সভায় প্রাধ্যান্ন পায় সম্প্রতি ইস্যু কোরনা ভাইরাস । বক্তারা কোরনা ভাইরাস সম্পর্কে সচেতন করেন আলোচনা সভায় উপস্থিত নারীদের।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে মানিকগঞ্জ পৌরসভার প্রাঙ্গনে মেয়র গাজী কামরুল হুদা সেলিমের সভাপতিত্বে নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচারক ফৌজিয়া খান। জেলা উদীচীর সভাপতি কাজী শিউলির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মহিলালীগের সভাপতি নীনা রহমান, অধ্যক্ষ উর্মিলা রায়, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান লক্ষ্মী চ্যার্টাজি, কাউন্সিলর সুভাষ সরকার, কাউন্সিলর সাবিবা হাবিব, কাউন্সিলর নাজমা আক্তার, নারী নেত্রী ফরিদা আহমেদ কণা প্রমূখ।
আলোচনা সভা শেষে পৌর সভা থেকে বের করা হয় বর্নাঢ্য র্যালি। র্যালিতে পৌর সভার বিভিন্ন এলাকার নারীরা অংশ নেন।