মানিকগঞ্জ প্রতিনিধি:১৫ মার্চ-২০২০,রবিবার।
মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে প্রতিবন্ধী শিশুদের মাঝে বিভিন্ন শিক্ষাউপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে মানিকগঞ্জ ডিজঅ্যাবল্ড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট (এমডিপিওডি) নামের একটি সংস্থা এসব বিতরণ করে।
এ উপলক্ষে সদরের ভাটবাউর এলাকায় সংস্থাটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এমডিপিওডি’র চেয়ারম্যান আনোয়ার হোসেনের উপজেলা সমাজসেবা কর্মকর্তা লাভলী খানম, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা কমিটির সহসভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাংবাদিক আব্দুল মোমিন ও সংস্থার পরিচালক এন্তাজ আলী সভাপতিত্বে বক্তব্য দেন।
পরে জেলার বিভিন্ন উপজেলার প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের শারীরিক, বুদ্ধি ও শ্রবণ প্রতিবন্ধী ৫০ শিশুর মাঝে স্কুলব্যাগ, টিফিন বক্স, খাতা ও কলম বিতরণ করা হয়।