মানিকগঞ্জ প্রতিনিধি :১৬এপ্রিল-২০১৯,মঙ্গলবার।
প্রতিবেশীর ঘরের আসবাবপত্র সরাতে সহযোগীতা করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গেছেন চিনু রাজবংশী (২৮) নামে এক গৃহবধু। নিহত গৃহবধু চিনু রাজবংশী ওই গ্রামের রবী রাজ ংশীর স্ত্রী । এ ঘটনা আহত হয়েছে আরো তিনজন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া গ্রামে ।
নিহতের পারিবার ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, দুপুরে প্রতিবেশী আব্দুল বারেকের বাড়ির একটি ঘরের আসবাবপত্র সরানোর জন্য পাশের বাড়ির গৃহবধু চিনু রাজবংশী ও নিতাই রাজবংশীকে ডেকে আনা হয় । এসময় বারেকের ছেলে জাহাঙ্গীর,পুত্রবধু মাকসুদার সাথে পাশের বাড়ির চিনু রাজবংশী ও নিতাই রাজবংশী ঘরের একটি সুকেচ সরাতে গেলে বিদ্যুতের তার চারজনই জড়িয়ে পড়ে। পরে বাড়ির অন্য সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক চিনু রাজবংশীকে মৃত ঘোষনা করেন।
তবে নিহত গৃহবধুর স্বামী রবী রাজবংশীর অভিযোগ, দুর্ঘটনার পর ওই বাড়ির লোকজন তাদের নিজেদের দুইজনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন। তার স্ত্রী বিদ্যুৎ পৃষ্ট হয়ে ঘরের এক কোণে পড়ে থাকলেও সে দিকে তাদের খেয়াল ছিল না। দ্রুত হাসপাতালে নেয়া গেলে হয়তো তার স্ত্রীকে বাঁচানো যেতো বলে রবীর রাজবংশী জানান।
ঘিওর থানার ওসি রবিউল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আর অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি