মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ৮ জুন-২০২০,সোমবার।
মানিকগঞ্জ সদর উপজেলায় বজ্রপাতে লিটন হাসান (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার বেলা দেড়টার দিকে উপজেলার আটিগ্রাম ইউনিয়নের মির্জানগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত লিটন ওই গ্রামের আমান উল্লাহ দেওয়ানের ছেলে। সে স্থানীয় রাজিবপুর কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
আটিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সরকার জানান, সোমবার দুপুরে লিটন নিজ বাড়ির আঙিনায় বাবা মায়ের সাথে গৃহস্থালী কাজ করছিল। এসময় তার ওপর বজ্রপাত হলে সে ঘটনাস্থলেই মারা যায়।