Logo
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

মানিকগঞ্জে বাস-প্রাইভেভটকার সংঘর্ঘে এক ব্যক্তির মৃত্যু

রিপোর্টার / ২১ বার
আপডেট বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০

মানিকগঞ্জ প্রতিনিধি: ২৬ মার্চ -২০২০,বৃহস্পতিবার।
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে একটি মিনিবাস ও প্রাইভেটকার সংঘর্ঘে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত একটার দিকে মহাসড়কের গিলন্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হযরত আলী (৪২) ঢাকার তুরাগ থানাধীন কালীবাড়ি এলাকার নূরুল ইসলামের ছেলে। তিনি প্রাইভেটকারটি চালাচ্ছিলেন।

স্থানীয় বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাসুদেব সিনহা জানান, হযরত আলী বুধবার সন্ধ্যার পর ঝিনাইদহ থেকে প্রাইভেটকার চালিয়ে ঢাকায় যাচ্ছিলেন। ঢাকা-আরিচা মহাসড়কের তরা ক্রসব্রীজ এলাকায় পৌঁছালে রাত সাড়ে ১২ টার দিকে পাটুরিয়াগামী একটি যাত্রীবাহী মিনিবাসের সাথে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা।

এতে প্রাইভটকারটি ধুমড়েমুচরে যায় এবং ঘটনাস্থলে হযরত আলী। আজ বৃহস্পতিবার দুপুরে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাসে এক আরোহী ছিলেন। তিনি স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

বাসুদেব সিনহা বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়েছেন। এ ঘটনায় স্থানীয় ঘিওর থানায় মামলার প্রস্তুতি চলছে।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com