মানিকগঞ্জ প্রতিনিধি, ২৩ মে-২০২২,সোমবার।
মানিকগঞ্জ সদর উপজেলায় বাড়িতে তেল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করায় পুষ্পকলি স্টোর নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান সাময়িকভাবে সিলগালা করে দিয়েছে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এ সময় প্রতিষ্ঠানের মালিক প্রশান্ত কুমার সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
সোমবার (২৩ মে) দুপুরে উপজেলার সরুপাই বাজারে অভিযান পরিচালনা করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান রুমেল এ জরিমানা করেন।
আসাদুজ্জামান রুমেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সরুপাই বাজারে পুষ্পকলি স্টোরে অভিযান পরিচালনা করে তেল পাওয়া না গেলেও মালিকের বাড়িতে অভিযান চালিয়ে মজুদ কৃত একশো দশ লিটার তেল উদ্ধার করা হয়। এসব উদ্ধারকৃত পাঁচ লিটারের সয়াবিন তেলের গায়ের মূল্য আটশো টাকা। ক্রেতারা অতিরিক্ত দুইশো টাকা বেশি দিলে বাড়িতে থেকে তেল এনে বিক্রি করতো প্রতিষ্ঠানটি। সয়াবিন তেল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করায় পুষ্পকলি স্টোরের মালিক প্রশান্ত কুমার সাহা কে ৫০ হাজর টাকা জরিমানা করা হয়। এছাড়া সাময়িকভাবে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে। এ সময় উদ্ধার কৃত সয়াবিন তেল সঠিক মূল্যে উপস্থিত ক্রেতাদের মাঝে বিক্রয় করা হয়েছে বলেও জানান তিনি।#####