Logo
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

মানিকগঞ্জে বেতনের টাকায় দরিদ্র ব্যক্তিদের ওষুধ ও খাদ্যসহায়তা দিলেন একজন চিকিৎসক

রিপোর্টার / ২৩ বার
আপডেট সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

মানিকগঞ্জ প্রতিনিধি:১৩ এপ্রিল-২০২০,সোমবার।
বেতনের টাকায় কর্মহীন দুঃস্থদের খাদ্য সহায়তা দিলেন ডাঃ লুৎফর রহমান। অসুস্থ্ ব্যক্তিকে দিলেন ওষুধসহ চিকিৎসা সেবা। আর গ্রামবাসীকে বাতলে দিলেন করোনাভাইরাস সক্রামন থেকে সুরক্ষার উপায়।

ডাঃ লুৎফর রহমান বর্তমানে মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত। তার বাড়ি মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলার ধানকোরা ইউনিয়নের সাহেব পাড়ায়। এই সংকট সময়ে নিজ গ্রামের মানুষের কথা চিন্তা করে তিনি আজ (সোমবার) চাল, ডাল, তেল, লবন নিয়ে চলে যান নিজ গ্রামে। খুঁজে খুঁজে অতিদরিদ্র ৪২জনের হাতে তুলে দেন খাদ্যসামগ্রীর প্যাকেট।

এসময় তিনি গ্রামের মানুষের স্বাস্থ্যের খবর নেন এবং সাধারণ রোগের কিছু ওষুধও দেন। এছাড়া, গ্রামবাসীকে করোনাভাইরাস থেকে সুরক্ষার পরামর্শও দেন।

ডাঃ লুৎফর রহমান বলেন, এই দুর্যোগ সময়ে সবাইকে যার যার সামর্থ অনুযায়ী এগিয়ে আসতে হবে। কেবল সরকারের উপর ভরসা করে থাকলে হবেনা। সামাজিক দায়িত্ববোধ থেকেই তার এই উদ্যোগ বলে তিনি জানান।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com