মো. ইউসুফ আলী স্টাফ করেসপন্ডেন্ট:২৬ জানুয়ারী-২০২০,রবিবার।
ব্র্যাকের কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে মানিকগঞ্জে। আজ রোববার বিকালে জেলা পরিষদ মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের জেলা সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসরিন পারভীন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নুর অতএব আহম্মেদ, ব্র্যাকের মাইক্রো ফিন্যান্স প্রকল্পের আরএম আনোয়ার উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে স্যার ফজলে হাসান আবেদের স্মরণে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এসময় স্যার ফজলে হাসান আবেদের স্মরণে স্মৃতিচারণ করেন ব্র্যাককর্মী মো. রুহুল আমিন সরকার, মির্জা কাশফিনাজ, সাবেক ব্র্যাককর্মী মো. জাহাঙ্গীর হুসাইন ও শপথ বাক্য পাঠ করান মলয় চন্দ্র সরকার।