নিজস্ব প্রতিবেদক:১৪ এপ্রিল-২০১৯,রবিবার।
বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা বিভিন্ন সাজে গানের মধ্য দিয়ে মানিকগঞ্জে আবহমান বাংলার চিরচেনা ঐতিহ্য ১লা বৈশাখ-১৪২৬ বাংলা বর্ষবরণ পালিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান সড়ক করে। শোভাযাত্রায় বাঙালির সংস্কৃতির পরিচয় বহনকারী মাথাল, কলশী, চালুন, কুলা, একতারা, ঘুড়ি ও বর-বউ সাজসহ বিভিন্ন প্রতীক নিয়ে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করেন।
শোভাযাত্রায় জেলা প্রশাসক এস.এম ফেরদৌস,পুলিশ সুপার রিফাত রহমান শামীম,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল,সাংগঠনিক সম্পাদক বাবু সুদেব সাহা,বীরমুক্তিযোদ্ধা মমিন উদ্দিন খান,সহ বিভিন্ন শিা প্রতিষ্ঠানের শিক-শিার্থীসহ সকল শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহন করেন।
র্যালী শেষ পান্তা ভাত,রুই মাছ ভাজি,পুটি মাছ ভাজি,আলু ভরতা, ডাল ভরতা ভোজের আয়োজন করা হয় । এছাড়া জেলা প্রশাসকের বাংলোতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক এস.এম ফেরদৌস ।
কালের কাগজ/প্রতিবেদক/জা.উ.ভি