নিজস্ব প্রতিবেদক:০৩ এপ্রিল-২০২২,রবিবার।
প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকণের লক্ষে মানিকগঞ্জে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে রোববার জেলা তথ্য অফিস এই সমাবেশের আয়োজন করেন।
জেলার তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেন এর সভাপতিত্বে সমাবশে বক্তব্য রাখেন ,জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসরীন সুলতানা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আনোয়ার হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ জামাল হোসাইন প্রমূখ।
মহিলা সমাবেশে একটি বাড়ি একটি খামার, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচী, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানষিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষাসহ মাদকের ভয়াবহতা, বাল্য বিবাহ ও সন্ত্রাস বিরোধী কার্যক্রম প্রতিরোধে গ্রামীন জনগোষ্ঠীর নারীদের উন্নয়নে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের কথা আলোচনা করা হয়।