মানিকগঞ্জ প্রতিনিধি, ৩১ অক্টোবর-২০২২,সোমবার।
মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কলাশী গ্রামে নদীর পাড় থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গ্রামবাসী।
সোমবার (৩১ অক্টোবর) বেলা এগারটার দিকে কলাশী বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় কলাশী গ্রামের বাসিন্দা মো. কালাম মিয়া, মামুন মিয়া, নাজমুল হক ও মোজাম্মেল হোসোন বক্তব্য রাখেন। তাঁরা বলেন, দীর্ঘ দিন ধরে একটি সংঘবদ্ধ চক্র নদীতে খনন যন্ত্র(ভাসমান ড্রেজার) এবং পাড়ের জমিতে ভেকু (এক্সকাভেটর) বসিয়ে বালু-মাটি উত্তোলন করছে। এতে করে বর্ষা মৌসুমে তীব্র ভাঙ্গনের শিকার হতে হচ্ছে নদী পাড়ের বসতীদের। অপরদিকে মাটি বহনের জন্য অবৈধ মাহেন্দ্র ট্রাক্টর ব্যবহার করার ফলে গ্রামের রাস্তা-ঘাট সব খানা খন্দে পরিণত হয়েছে। এলাকাবাসী বিভিন্ন সময়ে তাদের বাঁধা দিলেও কোন সুফল আসেনি।
গ্রামের মেঠ পথে বড়-বড় মাটিবাহী ট্রাকে যেকোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। অবৈধ এই মাটি উত্তোলন এবং পরিবহন বন্ধের দাবীতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। এসময় শতাধিক বাসিন্দা মানববন্ধনে অংশগ্রহণ করে।