নিজস্ব প্রতিবেদক:২৮ মার্চ-২০১৯,বৃহস্পতিবার।
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গারাদিয়া এলাকায় থেকে ইয়াবা ও হেরোইনসহ হামিদা বেগম (২৫) নামের এক নারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তারা। বৃহস্পতিবার দুপুরে ১০ পিচ ইয়াবা ও এক গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়।আটক হামিদা বেগম গারাদিয়া এলাকার মোন্নাফ হোসেনের স্ত্রী।
জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, সিংগাইর উপজেলার বিভিন্ন এলাকায় ভাসমানভাবে ইয়াবা ও হেরোইনসহ বিভিন্ন ধরণের মাদক বিক্রি করতো হামিদা বেগম । গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুরের দিকে ১০ পিচ ইয়াবা ও এক গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। পরে আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে সিংগাইর থানায় মামলা করা হয় বলেও জানান তিনি।###
কালের কাগজ/প্রতিবেদক/জা.উ.ভি