নিজস্ব প্রতিবেদক : ০৫ ডিসেম্বর,বুধবার ।
‘মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হোক আজকের প্রজন্ম’ প্রতিপাদ্যে গতকাল বুধবার থেকে মানিকগঞ্জে শুরু হয়েছে মু্ক্িতযুদ্ধের বিজয় মেলা। সন্ধ্যার আগে সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে ১৫ দিন ব্যাপি বিজয় মেলার উদ্বোধন করেন মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দিন।
সন্ধ্যায় মেলা মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে গোলাম মহীউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক। মুক্তিযুদ্ধ ও এর আনুসাঙ্গিকতা নিয়ে আলোচনা করে বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক ড. শামসুজ্জামান খান। এ ছাড়া আরও বক্তব্য দেন বিজয় মেলা উদযাপন কমিটির সদস্য সচিব জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার তোবারক হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মজিদ ফটো, সিপিবির কেন্দ্রীয় নেতা,আজাহারুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি নীনা রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক কাজী এনায়েত হাসান টিপু, সুলতানুল আজম খান আপেলসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধারা।
১৫ দিনব্যাপী এই বিজয় মেলায় দুই শতাধিক স্টল বসেছে। এসব স্টলে বিভিন্ন খাবার সামগ্রী, প্রসাধনী, পোশাকসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের পসরা নিয়ে বসেছে দোকানিরা। মেলার মুক্তমঞ্চে প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত মুক্তিযুদ্ধের ওপর আলোচনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।
১৩ ডিসেম্বর মানিকগঞ্জ পাক হানাদার মুক্ত দিবসকে স্মরণ করে ১৯৯১ সাল থেকে এই বিজয় মেলা হয়েছে আসছে। প্রতি বছর ১৩ ডিসেম্বর শুরু হয়ে চলে ২৭ ডিসেম্বর পর্যন্ত। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মেলা উদযাপন কমিটি এবার মেলা ৫ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে।
কালের কাগজ/প্রতিবেদক/জা.উ.ভি