Logo
ব্রেকিং :
দৌলতপুরে চকমিরপুর প্রিমিয়ার লীগ টি- ২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন নাগরপুর গণহত্যা দিবস উদযাপন নেত্রকোনায় জেলা প্রশাসনের বাজার মনিটরিং নেত্রকোনায় গনহত্যা দিবস পালিত চৌহালীতে হাজি আব্দুল মজিদ মন্ডল ফাউন্ডেশনের ইফতার  সামগ্রিক পেয়ে ভাঙ্গন কবলিত মানুষ খুব খুশি  নাগরপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খন্দকার আছাব মাহমুদ নেত্রকোনা মডেল থানা পুলিশের সহায়তায় ময়ের কোল ফিরে পেল জমজ শিশু নিম্নমানের খোয়ায় হচ্ছে ৬৪ লাখ টাকার সড়ক নির্মাণ, নীরব কর্তৃপক্ষ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে জেলা প্রশাসকের মনিটরিং লিফলেট বিতরণ নাগরপুরে হাজী কল্যাণ মজলিসের মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে শান্তিপূর্ণ র‍্যালি অনুষ্ঠিত 
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

মানিকগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতির ভাতায় দুঃস্থ্যদের খাদ্য সহায়তা

রিপোর্টার / ২২ বার
আপডেট বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

 মানিকগঞ্জ প্রতিনিধি:২৩ এপ্রিল-২০২০,বৃহস্পতিবার।
মানিকগঞ্জে মুক্তিযোদ্ধা কামাল-সুলতানা ফাউন্ডেশনের খাদ্য সহায়তা পেলো পাঁচশ কর্মহীন দু:স্থ্ ব্যক্তি। আজ (বৃহস্পতিবার) দুপুরে মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামাল তার মানিকগঞ্জ জেলা শহরের পোড়রা বাসা থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন। প্রতিজন পেলেন চাল, ডাল, লবন, আলুসহ আট কেজি ওজনের একটি প্যাকেট।

মফিজুল ইসলাম খান কামাল ও তার স্ত্রী মরহুম সুলতানা কামাল দুজনেই মুক্তিযোদ্ধা। তাদের নামে গড়া হয়েছে ফাউন্ডেশন। ১৯৭৩ সালে নির্বাচিত জাতীয় সংসদের সদস্য, প্রবীণ রাজনীতিবিদ- মফিজুল ইসলাম খান কামাল জানান তাঁর নিজের এক বছরের মুক্তিযোদ্ধা ভাতা এক লাখ ২০ হাজার টাকা এবং মরহুম স্ত্রী সুলতানা কামালের ৫০ হাজার টাকা দিয়ে এই খাদ্য সহায়তা দেয়া হয়েছে। তিনি বলেন, এই দুয়োগ মুহুর্তে একজন মুক্তিযোদ্ধা হিসাবে এই দায়িত্ব পালন করেছেন। অন্যান্য বিত্তবান মুক্তিযোদ্ধাসহ সকলকে তিনি করোনা সংকট মুহুর্তে এগিয়ে আসার আহবান জানান।

এদিকে, চলমান করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন ২শত দু:স্থ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ (বৃহস্পতিবার) দুপুরে মানিকগঞ্জ পৌরসভার ২শত পরিবারের হাতে চাল, ডাল ও আলু তুলে দেন জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি, সাধারণ সম্পাদক আসলাম খান বাবু ও পৌর শাখার সভাপতি ইকবাল হোসেনসহ নেতৃবৃন্দরা।

জেলা্ জাসদের সাধারণ সম্পাদক আসলাম খান বাবু বলেন, দেশের এই দুর্যোগ মুহূর্তে সকলেরই এগিয়ে আসা দরকার। তারা সহায়তা দেওয়া শুরু করেছেন। আপাতত ২ হাজার পরিবারকে দেওয়া হবে। পরবর্র্তীতে সাধ্যমত তারা আরো দেওয়ার চেষ্টা করবেন বলে জানান তিনি।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com