মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ২৪ মার্চ-২০২০,মঙ্গলবার।
করোনা ভাইরাস আতঙ্কে আয় রোজগার কমে যাওয়ায় মানিকগঞ্জে রিক্সা চালকদের সহায়তার হাত বাড়িয়ে দিলেন ছাত্রলীগের কয়েকজন নেতকর্মী।
মঙ্গলবার দুপুরে পৌর ছাত্র লীগের সাবেক সভাপতি তাপস সাহার ব্যক্তিগত অর্থায়নে অর্ধশতাধিক রিক্সা চালকের মাঝে ১কেজি করে চাল, আটা, আধা কেজি করে ডাল, সুজি এবং হ্যান্ডওয়াশ,মাস্ক বিতরন করা হয়। এসময় জেলা ছাত্রলীগের সহ সভাপতি মনিরুল ইসলাম সুমন, পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক পাপ্পু ঘোষ উপস্থিত ছিলেন। মানিকগঞ্জ শহরে চলাচলকারী এসব রিক্সা চালকদের মাঝে এই সহায়তা দেওয়া হয়। ছাত্রলীগ নেতা তাপস সাহা জানান, করোনা ভাইরাস আতংকে কারণে রিক্স্রা চালকদের আয় রোজগার কমে গেছে। তাদের পাশে দাড়ানোটা আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের বৃত্তবানদের তিনি এব্যাপারের এগিয়ে আসার আহবান জানান।