মানিকগঞ্জ প্রতিনিধি:২৩ ফেব্রুয়ারী-২০২০,রবিবার।
মানিকগঞ্জে শিশু শিক্ষার্থী ধর্ষন চেস্টা মামলায় আক্কাস প্রামানিক নামে এক ব্যক্তির সাত বছরের কারাদন্ড হয়েছে। রোববার মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইন আসামীর অনুপস্থিতিতে সাত বছরের কারাদন্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ডের রায় ঘোষনা করেন।
মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি একেএম নূরুল হুদা রুবেল জানান, ২০০৯ সালে ৩ অক্টোবর মামলার বাদি তার সাত বছরের নাতনীকে একা বাড়িতে রেখে প্রতিবেশী আলীমুদ্দিনের বাড়িতে কিস্তির টাকা জমা দিতে যান। এসময় আসামী আক্কাস প্রামানিক (৩৫) তার নাতনীকে একা পেয়ে ধর্ষন করে। বিষয়টি হাতে নাতে ধরে ফেলে আক্কাস প্রামনিকে আটক করে রাখে। পরে স্থানীয় ভাবে মিমাংশার কথা বলে আসামীকে ছাড়িয়ে নিয়ে যায়। আপোষ মিমাংশা না হওয়াতে ঘটনার দুই দিন পর মানিকগঞ্জ সদর থানায় মামলা হয়।
২০১০সালের ৭ নভেম্বর আসামী আক্কাস প্রামানিকের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারায় আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলায় ৭ জনের সাক্ষী গ্রহন করা হয়। ঘটনার পর থেকে আসামী পলাতক থাকায় রায় ঘোষনার দিন উপস্থিত ছিলেন না আদালতে।