Logo
ব্রেকিং :
নেত্রকোনায় অসুস্থ্য আ’লীগ নেতার পাশে সাবেক সচিব বারহাট্রা স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিডি কর্নার উদ্ধোধন টাঙ্গাইলে সরকারি শিশু পরিবার বালিকায় এডভোকেট মামুনুর রশিদের ইফতার বিতরণ বিদ্যুৎ, গ্যাস’সহ দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি ও ১০দফা দাবী বাস্তবায়নের লক্ষে টাঙ্গাইলে বিএনপির অবস্থান কর্মসূচী কেন্দুয়ায় চাঞ্চল্যকর কাঠমিস্ত্রি খুনের প্রধান আসামী র্যাবের হাতের গ্রেফতার গোয়ালন্দে জাটকা সংরক্ষণে পদ্মায় নৌ  র‍্যালী ও জেলেদের শপথ সার্ভিক্যাল রোগে আক্রান্ত সাদিয়ার চিকিৎসার দায়িত্ব নিলেন- দুর্জয় কেন্দুয়ায় হ্যান্ডট্রলির ধাক্কায় শিশুছাত্রের মৃত্যু দৌলতদিয়া পদ্মা নদীর তীর থেকে অজ্ঞাত যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার ভাইরাল কিংবা ভিউয়ের জন্য গান করি না— ক্লোজআপ ওয়ান তারকা সাজু
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

মানিকগঞ্জে সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধুকে গণধর্ষনগ্রেপ্তার চারজন

রিপোর্টার / ২৪ বার
আপডেট বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ১৬ জানুযারি-২০২০,বৃহস্পতিবার।
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা চারিগ্রাম এলাকায় এক গৃহবধু (২৪) গণধর্ষনের শিকার হয়েছেন। বুধবার রাতে ঘরে সিঁধ কেটে ধর্ষণকারীরা ওই গৃহবধুর স্বামীকে আটকিয়ে রেখে পালক্রমে ধর্ষন করে। নির্যাতনের স্বীকার ওই গৃহবধুকে চিকিৎসার জন্য বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্যাতনের শিকার ওই গৃহবধুর স্বামী বাদি হয়ে মামলা করেছেন । পুলিশ ধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে সিঙ্গাইর উপজেলার চারিগ্রাম এলাকায় দুই সন্তান ও স্বামীকে নিয়ে থাকতেন ওই গৃহবধু । বুধবার রাত ১২ টার দিকে ঘরের সিঁধ কেটে ভেতরে প্রবেশ করেন সাত-আটজন দুর্বৃত্ত। এ সময় টের পেয়ে স্বামী-স্ত্রী ঘুম থেকে জেগে ওঠেন। বাড়ি ফাঁকা স্থানে হওয়ায় তাঁদের ডাকচিৎকারেও প্রতিবেশীরা এগিয়ে আসেনি। পরে ওই নারীর স্বামীকে হাত-পা বেঁধে পাশের ঘরের কে লেপ দিয়ে পেচিয়ে আটকে রাখেন ওই দুর্বৃত্তরা। এর পর পাঁচজন ওই নারীকে পালাক্রমে গণধর্ষণ করে চলে যায়।
বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ ওই গৃহবধুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে। পরে পুলিশ ভূক্তভোগী নারীর স্বামী দেওয়া তথ্য মতে সিঙ্গাইরের চারিগ্রাম এলাকা থেকে মো. লেবু (৪০) নামের একজনকে প্রথমে আটক করে পুলিশ। এর পর একে একে আটক করা হয় মতিয়ার রহমান, আব্দুল মাজেদ ও মো. জহুরকে।
এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় ভূক্তভোগী নারীর স্বামী বাদি হয়ে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগে লেবু (৪০) মতিয়ার রহমান (৪৫) , আব্দুল মাজেদ (৪০) ও মো. জহুর (৩০)সহ অজ্ঞাতনাম আরো তিন চারজনকে আসামী করে মামলা করেছেন।
মামলার তদন্তকর্মকর্তা সিঙ্গাইর থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, এজাহার নামীয় ওই চারজনকে গণধর্ষন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ভূক্তভোগী গৃহবধুর স্বাস্থ্য পরীা করা হয়েছে। শুক্রবার সকালে আসামীদের আদালতে পাঠানো হবে।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com