Logo
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

মানিকগঞ্জে সূর্যের সবটুকু উত্তাপ কেঁরে নিয়েছে মনোমুগ্ধকর লাল টুকটুকে কৃষ্ণচুরা

রিপোর্টার / ২১ বার
আপডেট বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
SAMSUNG CAMERA PICTURES

রামপ্রসাদ সরকার দীপু  ঘিওর(মানিকগঞ্জ) থেকে:২৯ েএপ্রিল-২০২০,বুধবার।
মানিকগঞ্জের সাতটি উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে সূর্যের সবটুকু উত্তাপ কেঁরে নিয়েছে লাল টুকটুকে কৃষ্ণচুরা। জনপ্রিয় এবং অত্যন্ত মনোমুগ্ধকর রক্তিম ফুলে প্রকৃতি সেজেছে অপরুপ সৌন্দয্যে। পথচারীদের সহজেই চোখে পড়বে এই ফুল। বহু দুর থেকে দেখলে মনে হবে যেন গাছ গুলোতে আগুন লেগেছে। গ্রীস্মের অতি পরিচিত ফুল কৃষ্ণচুরা । মানিকগঞ্জ সদর ,ঘিওর, দৌলতপুর, হরিরামপুর, শিবালয়, সাটুরিয়া, সিংগাইর অঞ্চলে বিভিন্ন এলাকার প্রত্যন্ত গ্রামাঞ্চলেও কৃষ্ণচুড়ার শাখায় শাখায় মনোমুগ্ধকর শোভায় প্রকৃতি দগদগে লালে লাল হয়ে সজ্ঝিত হয়েছে। শোভা বর্ধনকারী এ কৃষ্ণচুরা গ্রামীন জনপদের পাশাপাশি এখনও নড়বড় অস্তিত্ব নিয়ে কোনোমতে টিকে আছে গ্রাম বাংলার প্রকৃতিতে।
উপজেলা বন অফিস সুত্রে জানা গেছে,শোভা বর্ধনকারী কৃষ্ণচুড়ার আদি নিবাস পূর্ব আফ্রিকার মাদাগাস্কায়। ভীনদেশি এ ফুলের বৃক্ষগুলো আমাদের দেশে নতুন নামে পরিচিত হয়ে উঠেছে। তবে ধরেনা করা হয়, রাধা-কৃষ্ণের সাথে নাম মিলিয়ে এ বৃক্ষের নাম হয়েছে কৃষ্ণচুড়া। এর বড় খ্যাতি প্রচন্ড তাপদাহে যখন এ ফুল ফোটে তখন এর রুপে মুগ্ধ হয়ে পথচারীরাও থমকে দারায়।
কৃষ্ণচুরার উচ্চতা খুব বেশি হয়না। সর্ব্বোচ এগার থেকে বার ফিট পর্যন্ত লম্বা হয়। তবে এর শাখা পলব অনেক দুর পর্যন্ত ছড়ানো থাকে। বছরের অন্য সময় গাছগুলে চোখে পড়ে না। এপ্রিল মে মাসে প্রকৃতির পেছনে ফেলে মানুষের দৃষ্টিতে আসে অত্যন্ত আকর্ষনীয় এ ফুল। উদ্ভিদ বিজ্ঞানীদের মতে, আবহাওয়া অনুকুলে থাকলে বাংলাদেশে কৃষ্ণচুড়ার ফুল ফোটে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত। মুকুল ধরার কিছু দিনের মধ্যে পুরো ফুলগুলো বড় সাত থেকে আটটি পাপড়িযুক্ত গাড় লাল হয়ে যায়। ফুলের ভীতরের অংশ হালকা হলুদ ও রক্তিম হয়ে থাকে। কৃষ্ণচুরা ফুলের সত্যিকার সৌন্দয্য এর কাছে কিছুটা হলেও উপলদ্ধি করা সম্ভব। তবে পরিবেশের ভারসাম্য ও প্রাকৃতিক সৌন্দর্যের কারনে কৃষ্ণচুরা চাষাবাদ করা প্রয়োজন।
অধ্যাপক বাবু রনজিত কুমার রায় জানান, কৃষ্ণচুরা এই মৌসুমে প্রকৃতির মন রাঙ্গিয়ে বিভিন্ন রাস্তার পাশে ফুটে তাকে। রক্তিম আভায় তারুন্যের মন জয় করে। দগদগে কৃষ্ণচুরার পাপড়ি বিন্দু মাত্র হলেও সকলেও মন ছুয়ে যায়। তবে প্রকৃতির রং ও রুপ টিকিয়ে রাখার জন্য কৃষ্ণচুরার আবাদ করা আমাদের প্রয়োজন।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com