নিজস্ব প্রতিবেদক ঃ ৬ মার্চ-২০১৯,বুধবার।
মানিকগঞ্জের শিবালয়ে বাস-পিকআপভ্যান সংঘর্ষে দুই নির্মাণ শ্রমিক নিহত ও অন্তত্ব ৫ জন আহত হয়েছেন। বুধবার রাত ৮ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মুশুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামীন-উদ দৌলা জানান,নির্মাণ শ্রমিক বোঝাই পিকআপভ্যানটি মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ডে যাচ্ছিল। মহাসড়কের মুশুরিয়া এলাকায় বিপরীতমুখি একটি বাসের সাথে সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে দুই নির্মাণ শ্রমিক নিহত হন। তাৎনিক তাদের নাম জানা না গেলেও শিবালয় উপজেলার ভাকলা গ্রামে তাদের বাড়ি বলে জানাগেছে। দুর্ঘটনায় আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কালের কাগজ/প্রতিবেদক/জা.উ.ভি