নিজস্ব প্রতিবেদক:২১ ফেব্রুয়ারি,বৃহস্পতিবার।
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার টেপড়া বাসস্ট্যান্ডে ট্রাক চাপায় মো.আফছার আলী (৪৫) নামের এক পথচারী এবং একই উপজেলার উথুলী সংযোগ মোড়ে বাসের ধাক্কায় দোয়াত আলী নামের এক ভ্যান গাড়ী চালক নিহত হয়েছেন।
নিহত আফছার আলী ঘিওর উপজেলার আওরঙ্গবাদ গ্রামের মৃত অহেদ আলীর ছেলে এবং দোয়াত আলী শিবালয় উপজেলার বড় বোয়ালী গ্রামের মৃত আব্দুল ছাত্তারের ছেলে।
প্রত্যদর্শীরা জানয়,ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার টেপড়া বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় একটি মাটিবাহী ট্রাক আফছার আলীকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে একই উপজেলার উথুলী সংযোগ মোড়ে পাটুরিয়া গামী মৌমিতা পরিবহনের একটি বাস তার ভ্যান গাড়ীতে ধাক্কায় দোয়াত আলী রাস্তার মাঝ খানে ছিটকে পড়ে যায় এবং ওই গাড়ীর চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাড়ির এস আই মো. আমির হোসেন জানান, এঘটনায় ঘাতক বাস ও ট্রাক আটক করা হলেও বাস-ট্রাকের চালক ও হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের আটক করার চেষ্টা চলছে এবং এঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
কালের কাগজ/প্রতিবেদক/জা.উ.ভি