নিজস্ব প্রতিবেদক:২৪ অক্টোবর-২০২২,সোমবার।
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে ১০ (দশ) গ্রাম হেরোইন যাহার মূল্য অনুমান=১,০০,০০০/-(এক লক্ষ) টাকা উদ্ধারসহ মাদু@রাজা , জসিম উদ্দিন@ঠান্ডু নামের ০২জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
রবিবার বিকালে মানিকগঞ্জ সদর থানাধীন বৈতরা ও গুরখী জাগির এলাকা থেকে গ্রেফতার করে।
মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক(নিঃ) মোহাম্মদ মোশাররফ হোসেন এর তত্ত্বাবধানে ডিবি, মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল এসআই মোঃ আব্দুল কুদ্দুস এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে মানিকগঞ্জ সদর থানাধীন বৈতরা (মেঘ শিমুল) সাকিনস্থ ধৃত ১নং আসামী এর বসত বাড়ীর উত্তর ভিটির দক্ষিন দুয়ারী টিনের ঘরের সামনের উঠান হইতে আসামী মাদু@রাজা (৪৪), পিতা-মোঃ হানু ব্যাপারী, সাং-বৈতরা(মেঘশিমুল), মোঃ জসিম উদ্দিন@ঠান্ডু(৪৪), পিতা-মৃত আঃ কাদের, সাং-গুরখী(জাগির), উভয় থানা ও জেলা-মানিকগঞ্জদ্বয়কে ইং ২৩/১০/২০২২ তারিখ ২০.১০ ঘটিকায় (০৫+০৫)=১০(দশ) গ্রাম হেরোইনসহ সহ আটক করেন। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, এ সংক্রান্তে মানিকগঞ্জ সদর থানায় ১টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।