মানিকগঞ্জ প্রতিনিধি:১০ অক্টোবর-২০২২,সোমবার।
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)এক অভিযানে ১০(দশ) গ্রাম হেরোইন, যাহার মূল্য অনুমান=১,০০,০০০/-(এক লক্ষ) টাকা উদ্ধারসহ মোঃ রাজু (২৯) নামের এক মাদক কারবারী গ্রেফতার করেছে। আটক রাজু মানিকগঞ্জ সদর থানার মিতুরা(সিরুন্ডি) গ্রামের আমেজ উদ্দিনের ছেলে।
গতকাল রবিবার বিকালে মানিকগঞ্জ সদর থানাধীন অষ্টোদনা সাকিনস্থ অষ্টোদনা ঈদগাহ জামে মসজিদের সামনে ইট সলিং রাস্তার উপর থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)এক অভিযান চালিয়ে রাজুকে হেরোইনসহ আটক করে ।
এবিষয়ে জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায় আমার তত্ত্বাবধানে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি এর একটি অভিযানিক দল এসআই মোঃ নাজমুল আলম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করিয়া মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর থানাধীন অষ্টোদনা সাকিনস্থ অষ্টোদনা ঈদগাহ জামে মসজিদের সামনে ইট সলিং রাস্তার উপর হইতে আসামী মোঃ রাজু কে আটক করেছে। আটক আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
এবিষয়ে জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, এ সংক্রান্তে মানিকগঞ্জ সদর থানায় ০১টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।