নিজস্ব প্রতিবেদক:-০৬ নভেম্বর-২০২২,রবিবার।
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে ৯০০(নয়শত) পিস ইয়াবা ট্যাবলেট, যাহার মূল্য অনুমান=২,৭০,০০০/-(দুই লক্ষ সত্তর হাজার) টাকা উদ্ধারসহ ০২জন মাদক কারবারী গ্রেফতার ।
মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক(নিঃ) মোহাম্মদ মোশাররফ হোসেন এর তত্ত্বাবধানে ডিবি, মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল এসআই(নিঃ)/মোঃ নাজমুল আলম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করিয়া মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন সিংগাইর (মধ্য সিংগাইর) সাকিনস্থ পলাতক আসামী খন্দকার উজ্জল এর বসত ঘরের সামনের উঠান হইতে আসামী মোঃ তৌকির আহম্মেদ ওরফে খন্দকার তৌকির (৩২), পিতা-মৃত সাইদুল্লাহ ওরফে শহিদুল্লাহ খন্দকার, সাং-গোলড়া (৫নং ওয়ার্ড), মোঃ জাহিদ (৩৫), পিতা-মৃত মজিবর, সাং-ঘোনাপাড়া, উভয় থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জদ্বয়কে ইং ০৫/১১/২০২২ তারিখ ১৯.৫০ ঘটিকায় (৬০০+৩০০)=৯০০(নয়শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন এবং পলাতক আসামী খন্দকার উজ্জল (৩৯), পিতা-খন্দকার আল মামুন খসরু , সাং-সিংগাইর (মধ্য সিংগাইর), থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জ ।
এবিষয়ে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা, এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক(নিঃ) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ সংক্রান্তে সিংগাইর থানায় ০১টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।