নিজস্ব প্রতিবেদক:২০ অক্টোবর-২০২২,বৃহস্পতিবার।
“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ২০ অক্টোবর ২০২২ খ্রিঃ সকাল ১১ টায় মানিকগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার,এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ২৯ অক্টোবর কমিউনিটি পুলিশিং ডে উদযাপনকে অধিকতর সুন্দর, সাফল্যমন্ডিত ও ফলপ্রসূ করার লক্ষ্যে কমিউনিটি পুলিশিং ডে’র অনুষ্ঠানসূচী, র্যালি, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সভায় আমন্ত্রীত অতিথিদের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার মহোদয়। পরে তিনি সংশ্লিষ্ট সকলকে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইমতিয়াজ মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, অপু মোহন্ত , মানিকগঞ্জ কমিউনিটি পুলিশিং কেন্দ্রীয় ফোরাম এর নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ।