নিজস্ব প্রতিবেদক :১৯ নভেম্বর-২০২৩,রবিবার।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ১৬৮, মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর, শিবালয়) থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন আবেদন পত্র জমা দিলেন- মানিকগঞ্জ-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক আলহাজ¦ এ.এম নাঈমুর রহমান দুর্জয় ।
আজ ১৯ নভেম্বর রবিবার দুপুরে ঢাকা রাজধানীতে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ালীগের কয়েক হাজার নেতৃবৃন্দ নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন আবেদন পত্র জমা দেওয়া হয় ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম মহিউদ্দীন ,যুগ্ম সাধারন সম্পাদক সুলতানুল আজম আপেল, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, দপ্তর সম্পাদক এহতেশাম ভুনো , জেলা যুবলীগের আহবায়ক ও প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, ঘিওর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম মিন্টু, সাধারণ সম্পাদক হামিদুর রহমান আলাই, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আজিজুল হক, সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস, দৌলতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দীন আবুল,দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন মুশা, শওকত আলী খান,দিলিপ ফৌজদার, ফরিদ আহম্মেদ, জাতীয় শ্রমিকলীগের আহবায়ক সাইফুল ইসলাম, শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস, যুগ্ম সাধারন সম্পাদক আলী আহসান মিঠু,শিবালয় উপজেলা যুবলীগের আহবায়ক মিরাজ হোসেন লালন ফকির, সিংজুরী ইউপি চেয়ারম্যান আসাদুর রহমান মিঠু, ইউপি চেয়ারম্যান আব্বাস আলী,ইউপি চেয়ারম্যান রওশন আলম,ইউপি চেয়ারম্যান আয়ুব আলী মন্ডল,ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন,ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার,ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন মানিক, ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুস মধু, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান,ইউপি চেয়ারম্যান এ্যাড :ইদ্রিস আলী,সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, ঘিওর উপজেলা যুবলীগের সভাপতি বাবুল বেপারী, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, যুবলীগের আহবায়ক হুমায়ন কবীর শাওন, যুগ্ম আহবায়ক এ্যাড: ফয়জুল ইসলাম নাজমুল, সাবেক ছাত্রলীগ সভাপতি নাসির উদ্দিন,সাবেক সাধারন সম্পাদক আতোয়ার রহমানসহ ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ, সকল ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ালীগের কয়েক হাজার নেতৃবৃন্দ ।