Logo
ব্রেকিং :
মানিকগঞ্জ-২ আসনে দু’ভাইসহ ১৪ জনের মনোয়নপত্র দাখিল নেত্রকোনায় মহিলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের বিতর্ক নেত্রকোনায় পৃথক মামলার রায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড নেত্রকোনা-৩ আসনে সতন্ত্র প্রার্থী আব্দুল মতিনের মনোনয়ন দাখিল নাগরপুরে মনোনয়ন পত্র জমা দিলেন আহসানুল ইসলাম   টিটু রাজবাড়ী – ১ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য  প্রার্থী কাজী কেরামত আলীর  মনোনয়ন পত্র জমা  নেত্রকোনা-২ আসনে সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়ের মনোনয়ন দাখিল নেত্রকোনা-২ আসনে আ’লীগ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল টাঙ্গাইলের পোড়াবাড়ীতে বাদী মামলা প্রত্যাহার না করায় হাতুড়ী ও লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা চেষ্টা দৌলতপুরে মানিকগঞ্জ-১ আসনের আওয়ামীলীগ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

মুজিববর্ষে“ বাংলাদেশের একজন মানুষ ও গৃহহীন থাকবেনা”

রিপোর্টার / ৬৬ বার
আপডেট সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

একেএম কামাল উদ্দিন টগর নওগাঁ জেলা প্রতিনিধি:
মুজিববর্ষে“ বাংলাদেশের একজন মানুষ ও গৃহহীন থাকবেনা” প্রধানমন্ত্রীর এ নির্দেশনায় তৃতীয় পর্যায়ে ঈদ উপহার হিসেবে নওগাঁ জেলায় পাঁচশত চল্লিশটি পরিবারপাচ্ছে জমি সহ তৈরি বাড়ি। মুজিববর্ষে“ বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা।“ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের অংশ হিসেবে কর্মসূচির তৃতীয় পর্যায়ে নওগাঁ জেলায় ছয়শত দশ পরিবারের অনুকূলে গৃহ নির্মাণের বরাদ্ধ দেয়া হয়েছে।বরাদ্ধকৃত গৃহ নির্মাণের আওতায় ইতিমধ্যে পাঁচ শত চল্লিশটি গৃহ নির্মাণ সম্পন্ন হয়েছে। বাঁকী সত্তরটি’র নির্মাণ কাজ চলছে। রবিবার সকাল সাড়ে দশটায় নওগাঁ.র জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান তাঁর সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এই তথ্য প্রদান করেছেন। তিনি বলেছেন তৃতীয় পর্যায়ে আরও মজবুত ভিত্তি ও আরও গুনগত মান সম্পন্ন বাড়ি নির্মাণ করা হয়েছে। প্রতিটি বাড়ি নিমাণ বাবদ এক লাখ একাত্তর হাজার টাকা থেকে বৃদ্ধি করে এই পর্যায়ে দুই লাখ উনষাইট হাজার করা হয়েছে। তিনি আরও জানান মাননীয় প্রধানমন্ত্রীশেখ হাসিনা আগামী 26 এপ্রিল সারাদেশে একযোগে তৃতীয় পর্যায়ের জমির দলিল ও নির্মাণকৃত গৃহ সমূহের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করবেণ।জেলা প্রশাসক জানিয়েছেন ঐদিন নওগাঁ জেলার মোট পাঁচ শত চল্লিশ টি গৃহের জমির দলিল এবং চাবি হস্তান্তর করা হবে। এর মধ্যে ধামইর হাট উপজেলায় বিয়াল্লিশ টি, নওগাঁ সদর উপজেলায় ষাইটটি, আত্রাই উপজেলায় বত্রিশটি,বদলগাছি উপজেলায় ছয় চল্লিশচি,রাণীনগর উপজেরায় এক চল্লিশটি,পত্নীতলা উপজেলায় একাশিটি,মান্দা উপজেলায় বাহান্নটি, মহাদেবপুর উপজেলায় বাহান্নটি,নিয়ামতপুর উপজেলায় পঁচান্নটি, পোরশা উপজেলায় চঁয়ত্রিশ টি এবং সাপাহার উপজেলায় পঁয়তাল্লিশ টি। জেলা প্রশাসক জানান মুজিববর্ষে পবিত্র ঈদ-উল-ফিতর উলক্ষ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে এই পর্যায়ে এসব ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমিসহ গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে। উল্লেখ্য এই কার্যক্রমের আওতায় নওগাঁ জেলায় প্রথম পর্যায়ে এক হাজার ছাপান্নটি এবং দ্বিতীয় পর্যায়ে পাঁচ শত দুইটি সহ মোট এক হাজার পাঁচ শত আটান্নটি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পূনসাসন করা হয়েছে#


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com