Logo
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

মেয়র খোকনের হাতে চিঠি তুলে দিলেন কাদের

রিপোর্টার / ২০ বার
আপডেট সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০

কোলের কাগজ ডেস্ক:১৩ জানুয়ারি ২০২০, সোমবার।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মনোনয়নবঞ্চিত বর্তমান মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের হাতে সদস্যপদের চিঠি তুলে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার খোকনকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব দেয়া হয়। সোমবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদকের হাত থেকে এই চিঠি গ্রহণ করেন সাঈদ খোকন।

সাঈদ খোকন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদ্যবিদায়ী নির্বাহী কমিটির সদস্য ছিলেন। নতুন কমিটিতে তাকে রাখা হয়নি। এর আগে তিনি অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, ওই কমিটিতে সভাপতি ছিলেন তার বাবা প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ।

এবার ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েও পাননি মেয়র খোকন। এরপর দলীয় নির্দেশ মেনে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন জনপ্রিয় এই মেয়র। এর প্রতিদান হিসাবে তাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পদে মূল্যায়ন করা হয়েছে।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com