চন্দন চক্রবর্তী , স্টাফ রিপোর্টার, নেত্রকোনা :০৮ অক্টোবর-২০২২,শনিবার।
নেত্রকোনার মোহনগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম শুক্রবার রাতে পৌরসভার কাজীয়াটি গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ১’শ পিস ইয়াবাসহ ফয়সল আহমেদ (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এস.আই মো. সানোয়ার হোসেন, এএসআই মো. ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ পৌরসভার কাজীয়াটি গ্রামের খোরশেদ মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে খোরশেদ মিয়ার ছেলে ফয়সল আহমেদ দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করলে তাকে পুলিশ আটক করতে সক্ষম হয়। এ সময় তার দেহ তল্লাশীকালে প্যান্টের ডান পকেটে রক্ষিত ১’শ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে এস.আই মো. সানোয়ার হোসেন বাদী হয়ে শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামী ফয়সল আহমেদকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।