Logo
ব্রেকিং :
মানিকগঞ্জ  জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র এক অভিযানে হেরোইন সহ ১ জন গ্রেফতার দৌলতপুরে চকমিরপুর প্রিমিয়ার লীগ টি- ২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন নাগরপুর গণহত্যা দিবস উদযাপন নেত্রকোনায় জেলা প্রশাসনের বাজার মনিটরিং নেত্রকোনায় গনহত্যা দিবস পালিত চৌহালীতে হাজি আব্দুল মজিদ মন্ডল ফাউন্ডেশনের ইফতার  সামগ্রিক পেয়ে ভাঙ্গন কবলিত মানুষ খুব খুশি  নাগরপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খন্দকার আছাব মাহমুদ নেত্রকোনা মডেল থানা পুলিশের সহায়তায় ময়ের কোল ফিরে পেল জমজ শিশু নিম্নমানের খোয়ায় হচ্ছে ৬৪ লাখ টাকার সড়ক নির্মাণ, নীরব কর্তৃপক্ষ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে জেলা প্রশাসকের মনিটরিং লিফলেট বিতরণ
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

মৌলভীবাজারে ইউরোপ ফেরত তিনজনকে জরিমানা

রিপোর্টার / ২৪ বার
আপডেট বুধবার, ১৮ মার্চ, ২০২০

আব্দুস সামাদ আজাদ, মৌলভীবাজার:১৮  মার্চ-২০২০,বুধবার।

মৌলভীবাজারে করোনাভাইরাস প্রতিরোধে হোম কোয়ারেন্টাইন নির্দেশনা না মানায় বিদেশ ফেরত ৩জনকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। তিনজনই ইউরোপ ফেরত প্রবাসী বলে জানা গেছে। তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার( ১৭ মার্চ) পর্যন্ত ৭২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। মৌলভীবাজার সদর উপজেলায় ১০জন, কুলাউড়ায় ২৪জন, জুড়িতে ১৩জন, বড়লেখায় ১৭জন, শ্রীমঙ্গলে ৪১জন, কমলগঞ্জ ৩৭জন এবং রাজনগর ৯জন, সর্বমোট ১৫১জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যাদের রাখা হয়েছে তারা ইতালি, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যফেরত এবং তাদের নিকট আত্মীয়। বুধবার (১৮ মার্চ) বিকেলে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তৌহীদ আহমদ এ খবর নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে- বুধবার (১৮ মার্চ) বেলা আড়াইটার দিকে ইউরোপ ফেরত তিন জনকে মৌলভীবাজার শহরে প্রকাশ্যে ঘোরাফেরা করা অবস্থায় জরিমানা করা হয়।

জানা গেছে- ইউরোপ ফেরত তিন প্রবাসী শহরে প্রকাশ্যে ঘোরাফেরা করছিলেন। দুপুর ১২টার দিকে জেলা প্রশাসন থেকে তাদের স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী হোম কোয়ারেন্টাইনে থাকতে কাউনসিলিং করা হয়। কিন্তু তারা সেটা মানছিলেন না। পরে বেলা আড়াইটার দিকে তাদের জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসনের দুইজন নির্বাহি ম্যাজিস্ট্র্যাট।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com