আব্দুস সামাদ আজাদ, মৌলভীবাজার প্রতিনিধি -ঃ০৯ ফেরুয়ারী-২০২০,রবিবার।
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এম, পি, বলেন মৌলভীবাজার জেলার সাতটি উপজেলা ও জেলা শহরকে আসন্ন বন্যার হাত থেকে রক্ষায় এক হাজার দুই কোটি টাকার কাজ অতি দ্রুত শুরু হবে।
রবিবার (৯ ফেব্রুয়ারী) সকালে মৌলভীবাজার এলাকায় মনুনদী শহর প্রতিরক্ষা বাঁধ পরিদর্শন শেষ সাংবাদিক এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন, পুরো জেলাকে বন্যার হাত থেকে রক্ষায় এ ধরনের বড় প্রকল্প নেয়া হয়েছে। এ সব মেঘা প্রকল্প বাস্তবায়িত হলে এ জেলার লোকজন আর বন্যা কবলিত হবেনা। তাই এ প্রকল্প সুষ্ঠু ভাবে বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।
তিনি বলেন, সারা দেশে বন্যা সমস্যা সমাধানে মন্ত্রণালয় এ রকম প্রকল্প হাতে নিয়েছে।
এ সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার ফারুক আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নরেন্দ্র শংকর চক্রবর্তী, মৌলভীবাজার পৌরসভার প্যানেল মেয়র ফয়সাল আহমেদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৃন্দ।